নতুন এআই মডেল মানুষের মতো চিন্তা করে সমাধান দেবে

নতুনদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বিস্ময়কর এআই মডেল নিয়ে হাজির হয়েছে, যা মানুষের মতো চিন্তা করে সমাধান দেবে। মডেলটির কোড নাম ‘স্ট্রবেরি’; তবে আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া হয়েছে ‘ওপেনএআই ওওয়ান’। গত বৃহস্পতিবার মডেলটির দুটি সংস্করণ ‘ওপেনএআই ওওয়ান’ ও ‘ওপেনএআই ওওয়ান মিনি’র প্রিভিউ উন্মোচন করা হয়েছে। ওপেনএআই এক ব্লগ পোস্টে দাবি করেছে, মডেলগুলো জটিল কাজে যুক্তি দিতে পারে। আগের মডেলগুলোর তুলনায় আরও কঠিন সমস্যা সমাধান করতে পারে। বৃহস্পতিবার থেকেই এটি চ্যাটজিপিটি ও এপিআইয়ে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই মডেল পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত এবং কোডিংয়ের মতো বিষয়ে পিএইচডি শিক্ষার্থীর মতো কাজ করতে পারে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাছাইপর্বের পরীক্ষায় নতুন এ মডেল ৮৩ শতাংশ সমস্যার সঠিক সমাধান দিয়েছে। যেখানে এর আগের মডেল ‘জিপিটি-৪ও’ কেবল ১৩ শতাংশ স্কোর করেছিল।

ওপেনএআই জানিয়েছে, ওপেনএআই ওওয়ানকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে এটি উত্তর দেওয়ার আগে সমস্যাটি ভালোভাবে বিশ্লেষণ করতে পারে। যেমন- একজন মানুষ করে। এই মডেল বিভিন্ন কৌশল ব্যবহার করে এবং ভুল থেকে শিখে নিজেকে উন্নত করে চলেছে।
তবে ওপেনএআই ওওয়ান চ্যাটজিপিটির মতো সব কাজ করতে পারে না। যেমন- ওয়েব ব্রাউজ করা বা ফাইল আপলোড করা। তবে জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে ওওয়ান অনেক এগিয়ে।

চ্যাটজিপিটি প্লাস বা টিম ব্যবহারকারীরা এখনই  ওওয়ান ব্যবহার শুরু করতে পারবেন। তবে এখনো কিছু সীমাবদ্ধতা আছে। ওওয়ানকে চালানোর জন্য অনেক বেশি কম্পিউটিং সক্ষমতার প্রয়োজন। মডেলগুলো এখনো পূর্ণাঙ্গভাবে ব্যবহারের জন্য পাওয়া যাবে না। এটি ব্যবহারে মেসেজের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন ওওয়ান মডেলের প্রিভিউ সংস্করণে সপ্তাহে ৩০টি মেসেজ ও ওওয়ান মিনি মডেলে সপ্তাহে ৫০টি মেসেজ পাঠানো যাবে।