ভিডিওর বিরতিকালেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব

নতুনদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ এএম

গুগলের মালিকাধীন জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও দেখার বিরতিকালে বিজ্ঞাপন দেখা যাবে। অর্থাৎ ইউটিউবে যখন কোনো ভিডিও দেখার সময় থামা হবে বা পোস করা হবে, তখন বিজ্ঞাপন প্রদর্শন করবে ভিডিও প্ল্যাটফর্মটি। চলতি সপ্তাহে গুগলের এক বিবৃতির বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্জ এ তথ্য জানিয়েছে। বিজ্ঞাপন প্রদর্শনের এই নতুন বিন্যাসে বিজ্ঞাপনদাতারা ভালো সাড়া দিয়েছে বলে গুগলের মালিকানাধীন সংস্থাটি জানিয়েছে।
ইউটিউবও নিশ্চিত করেছে, এখন থেকে ভিডিও দেখার বিরতিকালে বিজ্ঞাপন প্রচার করা হবে। গুগল ২০২৩ সাল থেকে এ ধরনের বিজ্ঞাপন প্রদর্শনের পরীক্ষা শুরু করে। এতে তারা লাভবান হওয়ার সুযোগ দেখছেন।
ইউটিউব দীর্ঘদিন ধরে ভিডিও পোস থাকলে বিজ্ঞাপন দেখানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছিল। তারা নির্বাচিত বিজ্ঞাপনদাতাদের মাধ্যমে এটি পরীক্ষা শুরু করেছিল। ইউটিউব দাবি করছে, বিজ্ঞাপনদাতা ও দর্শক উভয়ই এগুলো ভালোভাবে গ্রহণ করেছে, যা এখন সবার জন্য আসবে।
ইউটিউবের একজন মুখপাত্র দ্য ভার্জকে বলেন, ‘আমরা বিজ্ঞাপনদাতা ও দর্শক উভয়ের শক্তিশালী সাড়া দেখেছি, তাই আমরা সব বিজ্ঞাপনদাতার কাছে পোস বিজ্ঞাপন ব্যাপকভাবে রোল আউট করেছি।’ পোস বিজ্ঞাপন ব্যবহারকারীদের কাছে কম বিরক্তিকর উপায়ের প্রতিনিধিত্ব করে বলে জানিয়েছে ইউটিউব। তবে এটি ভিডিওতে আগের থেকে কম বিজ্ঞাপন প্রদর্শনের কোনো ইঙ্গিত দিচ্ছে না। ইউটিউব আরও বেশি আয় করার জন্য ভিডিওগুলোর মধ্যে বিজ্ঞাপনের পরিমাণ বাড়িয়েছে। এটি ইউটিউব প্রিমিয়াম গ্রহণকে উৎসাহিত করেছে।