ইনস্টাগ্রামে টিনএজারদের জন্য নতুন নিরাপত্তাব্যবস্থা

নতুনদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল ও নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করছে মেটা। সামাজিক মাধ্যমের নেতিবাচক প্রভাব সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই পরিবর্তন করা হচ্ছে।

গত মঙ্গলবার মেটা জানিয়েছে, কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ এ পরিবর্তিত করা হবে। চলতি বছরেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নে এবং আগামী বছরের জানুয়ারি থেকে সারা বিশ্বের কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোয় এ পরিবর্তন আনা হবে। এই অ্যাকাউন্টগুলো ডিফল্টভাবে প্রাইভেট থাকবে।

এ ধরনের অ্যাকাউন্টের ব্যবহারকারীরা কেবল তাদের ফলোয়ার বা ইতোমধ্যেই সংযুক্ত ব্যবহারকারীদের মেসেজ পাঠাতে ও ট্যাগ করতে পারবে। একই সঙ্গে সবচেয়ে নিরাপদ অবস্থায় থাকবে সংবেদনশীল কনটেন্ট সেটিংস।

 

১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা শুধু অভিভাবকের অনুমতি নিয়ে ডিফল্ট সেটিংস পরিবর্তন করতে পারবেন। অভিভাবকদের নিয়ন্ত্রণে থাকবে সেটিংস, যেন তারা দেখতে পান সন্তানরা কার সঙ্গে যোগাযোগ করছে। অভিভাবকরা অ্যাপটির ব্যবহার সীমিত করতে পারবেন।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সামাজিক মাধ্যমের ব্যবহার উচ্চ মাত্রার ডিপ্রেশন, উদ্বেগ এবং শেখার অক্ষমতার সঙ্গে যুক্ত, বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের ক্ষেত্রে। মেটা, বাইটড্যান্সের টিকটক এবং গুগলের ইউটিউব ইতোমধ্যেই শিশু এবং স্কুল জেলাগুলোর পক্ষ থেকে শত শত মামলা মোকাবিলা করছে, যা সামাজিক মাধ্যম আসক্তির প্রকৃতি সম্পর্কে অভিযোগ করেছে। গত বছর ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ৩৩টি রাজ্য মেটার প্ল্যাটফর্মে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগে মামলা করেছিল। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকসহ শীর্ষ প্ল্যাটফর্মগুলো ১৩ বছর ও তার বেশি বয়সের ব্যবহারকারীদের সাইনআপ করতে দেয়।

টিনএজারদের জন্য ইনস্টাগ্রাম অ্যাপের একটি সংস্করণ ডেভেলপমেন্ট বন্ধ করে দেওয়ার তিন বছর পর মেটা এই পদক্ষেপ নিয়েছে। মেটার এই পদক্ষেপ আসে পরে, যখন তারা, আইনবিধায়ক এবং প্রচারণা গোষ্ঠীগুলো কোম্পানিকে এটি বন্ধ করার আহ্বান জানায়, নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ উত্থাপন করে। যখন আইন প্রণেতা ও অ্যাডভোকেসি গ্রুপগুলো নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে মেটাকে এটি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে।

চলতি বছরের জুলাই মাসে মার্কিন সিনেট ‘দ্য কিডস অনলাইন সেফটি অ্যাক্ট’ এবং ‘দ্য চিলড্রেন অ্যান্ড টিনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট’ নামে দুটি অনলাইন নিরাপত্তা বিল অনুমোদন করেছে, যা সামাজিক মাধ্যম কোম্পানিগুলো তাদের প্ল্যাটফর্ম শিশু এবং কিশোর-কিশোরীদের ওপর কী প্রভাব ফেলে, তার দায়িত্ব নিতে বাধ্য করবে। আপডেটের অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের প্রতিদিন ৬০ মিনিট পর অ্যাপটি বন্ধ করার জন্য জানানো হবে। অ্যাকাউন্টগুলোয় একটি ডিফল্ট স্লিপ মোডও থাকবে, যা রাতের বেলা নোটিফিকেশন সাইলেন্ট রাখবে।