1. admin@notundesh24.com : admin : Md.Murad Hossain
বুধবার, ০২ ডিসেম্বর ২০২০, ১০:১৭ অপরাহ্ন

অভাবের তাড়নায় তিন নবজাতককে দত্তক দেওয়ার ঘোষনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৯০ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক দিন মজুর পরিবারে একই সাথে তিনটি কন্যা সন্তান জন্ম নেয় । অভাবের তাড়নায় সদ্য জন্ম নেয়া কন্যা সন্তানদের দত্তক দেয়ার ঘোষনা দিয়েছে অভাবী পরিবারটি। বর্তমানে তাদের পরিবারে আরও  পাচটি কন্যা সন্তান রয়েছে। বির্তমানে পরিবারটি ৮টি কন্যা সন্তান নিয়ে বেষ উদ্বিগ্ন অবস্থায় আছে।

সাইফুর ও ফাতেমা দম্পতির বিয়ে হয় আজ থেকে বিশ বছর আগে । সাইফুরের বাড়ি ফুলবাড়ি ইপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামে পেশায় তিনি দিনমজুর। ফাতেমার বাড়ি নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দক্ষিন নওদাপাড়া গ্রামে। ফাতেমা একে একে পাচটি কন্যা সন্তানের জন্ম দেন। তাদের বড় কন্যাকে এক বছর আগে বিবাহ দিয়েছে। তাদের বাকি ৪কন্যা বিভিন্ন শ্রেনিতে পড়াশোনা করছে। সাইফুর ফাতেমা দম্পতির ৫কন্যা সন্তান নিয়ে কষ্টে দিন কাটলেও তারা ছেলে সন্তানের আশায় পুনরায় সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তাদের সংসারে আবারও একই সাথে তিনটি কন্যা সন্তানের জন্ম হয় । ফাতেমা বর্তমানে তার বাবার বাড়িতে আছে। ফাতেমার মা তাদের খাবার দাবার েএর ব্যবস্থা করতে পারলেও সু-চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না। ফাতেমা মা জানান সদ্য ভুমিষ্ঠ তিন কন্যা শিশুর অবস্থা ভালো থাকলেও ফাতেমার শারিরিক অবস্থা তেমন ভালো নেই তিনি বর্তমানে তেমন কথাও বলতে পারছে না।

সাইফুর ফাতেমার স্বামী বলছেন অল্লাহ যা করছে ভালোই করছে । কখনও কামলা ও কখোনও শাকসবজি বিক্রি করে বর্তমানে সংসার চালাই। কষ্ট করে হলেও বাচ্চাদের মানুষ করতে হবে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নুর আহম্মেদ মাছুম বলেছেন বিষয়টি আমি শুনেছি উপজেলা প্রশাসন থেকে ফাতেমার জন্য সহযোগিতার ব্যবস্থা করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি.
কারিগরী সহযোগিত ThugsofBD.Com