শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে আরও এক হত্যা মামলা

নতুনদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক আরও এক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে আসামি করা হয়েছে। আন্দোলনের মধ্যে মো. ফজলু নামে এক গার্মেন্টসকর্মী গুলিতে নিহতের ঘটনায় এই মামলা করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নিহতের স্ত্রী সুরাইয়া ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এই মামলা করেন।

এই দুইজনসহ ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। মামলার অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য যারা রয়েছেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান।

আদালত তার জবানবন্দি নিয়ে অভিযোটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম মারুফ এই তথ্য নিশ্চিত করে জানান, ফজলু আন্দোলনে যোগ দেন। ৫ আগস্ট সকাল ১০টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৪ পুলিশ লাইনের সামনে অবস্থানকালে গুলিবিদ্ধ হন তিনি। উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়ার মধ্যেই তিনি মারা যান।