সাধারণ জ্ঞান বিষয়ের ১৬টি প্রশ্নোত্তর, ৭ম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

নতুনদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৬ এএম

প্রশ্ন: নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখ।
১. এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী?
উত্তর: মিটার।
২. ১ কেজি তুলা ও ১ কেজি লোহার মধ্যে কোনটি বেশি ভারী?
উত্তর: সমান সমান।
৩. আন্তর্জাতিক পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী?
উত্তর: বর্গমিটার।
৪. ডাক্তারি থার্মোমিটারে কত ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত থাকে?
উত্তর: ১০৮০ পর্যন্ত ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত থাকে।
৫. মিসরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?
উত্তর: নীল নদের তীরে।
৬. প্রাচীন যুগের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার কী?
উত্তর: আগুন।
৭. ভারতের মুদ্রার নাম কী?
উত্তর: রুপি।
৮. ব্যাবিলনের শূন্য উদ্যান কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: এশিয়া মহাদেশে অবস্থিত।
৯. পৃথিবীর মোট আয়তনের শতকরা কতভাগ স্থলভাগ।
উত্তর: তিন ভাগের এক ভাগ।
১০. পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতের নাম কী?
উত্তর: কক্সবাজার।
১১. এশিয়ার কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর: চীন।
১২. বাংলাদেশ কোন শিল্পে এগিয়ে আছে?
উত্তর: বস্ত্রশিল্পে।
১৩. সার্কের সদর দপ্তর কোথায়?
উত্তর: কাঠমান্ডুতে।
১৪. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা কোন মাস ও কত তারিখ ছিল?
উত্তর: ৮ ফাল্গুন, বৃহস্পতিবার।
১৫. সার্কের বর্তমান মহাসচিব কে?
উত্তর: মো. গোলাম সারওয়ার।
১৬. জাপানের রাজধানীর নাম কী?
উত্তর: টোকিও।