কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৬তম সভা অনুষ্ঠিত

নতুনদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ এএম

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আইজিপি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. ময়নুল ইসলাম।
সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজি আবু হাসান মুহম্মদ তারিক, মো. তওফিক মাহবুব চৌধুরী, ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, মো. আমিনুল ইসলাম, কাজী জিয়া উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি মুনতাসিরুল ইসলাম, সুফিয়ান আহমেদ, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, এমডি মসিউল হক চৌধুরী ও ব্যাংকের কোম্পানি সচিব সাইফুল আলম।