1. admin@notundesh24.com : admin : Md.Murad Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, ০৫:২০ অপরাহ্ন

সমুদ্র সৈকতে ভেসে গেলেন নবদম্পতি

  • আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২১৮ দেখেছে
ফাইল ছবি

নতুনদেশ২৪.কম : এক নবদম্পতি তাদের জীবনের সেরা মুহূর্তকে ফ্রেমে বন্দি করে  রাখতে ওয়েডিং ফটোশুট করতে সমুদ্র সৈকতে গিয়েছিলেন। কিন্তু তারা প্রাণ হারাতে বসেছিলেন  সমুদ্র সৈকতের উথালপাথাল ঢেউয়ে কারনে। ছবি তোলার সময় হঠাৎ এক বিশাল ঢেউ আছড়ে পড়ে তাদের ওপর। এসময় বেশ কিছু দূর ভেসেও যান তারা। কিন্তু উদ্ধারকর্মীরা  খুব কাছে থাকার কারনে বেঁচে যান দুজনই। এমন ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ার লাগুনা সৈকতে । তবে এমন ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা সঠিকভাবে জানা যায় নি। 

তবে ডেইলি মেইল বলছে, লকডাউনের বিধিনিষেধ একটু শিথিল হবার পর ওই যুগল বিয়ে করেন। নতুন স্বামী-স্ত্রীর ছবি ও ভিডিও তোলার দৃশ্য করছিলেন এক ব্যক্তি। এই ভয়ঙ্কর দৃশ্য তার ক্যামেরাতেই ধরা পড়েছে ।

লাগুনা সৈকতের মনটেজ হোটেলের পাশে এই ঘটনা। উদ্ধারকারী দল খবর পেয়ে দ্রুত ছুটে যায় সেখানে এবং তাদের উদ্ধার করেন। ডেইলি মেইল দুর্ঘটনার কবলে পড়া কাপল যুগলের প্রকাশ করেনি তবে তারা দুজনই সুস্থ আছেন।

লাগুনা সৈকত আবার খুলে দেয়া হয় গত এপ্রিলে ।এরপর থেকে সেখানে মানুষের ভিড় বাড়তে থাকে। অতিরিক্ত ভিড় দেখে প্রশাসন আবার বন্ধের পরিকল্পনা করছে বলে যানা যায়।

লাগুনা সৈকত আবার খুলে দেয়া হয় গত এপ্রিলে ।এরপর থেকে সেখানে মানুষের ভিড় বাড়তে থাকে। অতিরিক্ত ভিড় দেখে প্রশাসন আবার বন্ধের পরিকল্পনা করছে বলে যানা যায়।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

এই কেটাগরির আরো খবর

করোনাভাইরাস

Home | About US | Privacy Policy | Contact Us | Sitemaps
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি.
কারিগরি সহযোগীতায় : আইটি বিভাগ