1. admin@notundesh24.com : admin : Md.Murad Hossain
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ০৬:১৩ পূর্বাহ্ন

চিকিৎসা না পেয়ে আওয়ামী লীগ নেতা মারা গেলেন

  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১১০ দেখেছে

শ্বাসকষ্ট নিয়ে সারা দিন চেষ্টা করেও কোন হাসপাতালে চিকিৎসা পাননি। অতিরিক্ত বিভগীয় কমিশনার মিজানুর রহমানের কারনে একটি আইসিউ সিট মেলে তবুও তার শেষ রক্ষা হলো না আওয়ামিলিগ নেতা আব্দুর রব চৌধুরীর (৬৫)। সকালে নিজে হেটে সিএনজিতে উঠে তারপর সে যায় হাসপাতালে। শেষ বিকালে ফিরলেন লাশ হয়ে। মাঝখানে তার পারিবার ৫ ঘন্টার এক দুরিবিষহ যুদ্ধের মুখোমুখি হয়েছে। সে যুদ্ধ ছিল চিকিৎসা পাওয়ার যুদ্ধ। আব্দুর রব শেষ বিকালে জেনারেল হাসপাতালে আইসিউ ওয়াডর্ে ভতর্ি হতে পারলেও শেষ রক্ষা তার হয়নি । সেখানে চিকিৎসাদিন অবস্থায় মারা যান আওয়ামী লগি এর সাবেক এই সদস্য। গত ২-৩ দিন তিনি হালকা জ্বরে ভুগছিলেন এবং ডাক্তারের পরামরষে ওষুধ খাচ্ছিলেন । হঠাৎ শ্বাষকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে নিয়ে জান চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তার ইসিজি করার পর বলা হয় তার আইসিউ সাপোর্ট লাগবে কিন্তু সেখানে আইসিউ সিট খালি না থাকায় তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে জান পরিবারের সদস্যরা। কিন্তু সেখানে কোন অক্সিজেন ছিলনা তবুও পরিবারের সদস্যরা সেখানে ভরতি করান এবং নিজেরা অক্সিজেন সংগ্রহ করার চেষ্টা করেন তখন তার অক্সিজেন সিচুয়েসন ৭০ এর নিচে। অতচ গতকাল জেলা প্রশাসন পরিচালিত অভিজানে ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের পর্যাপ্ত অক্সিজেন বরাদ্ধ আছে। রোগীর অবস্থা সংকটাপন্ন দেখে রোগীর সদষ্যরা যোগাযোগ করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে । তখন ঘড়ির কাটা আড়াইটা । মিজানুর রহমান ন্যশনাল হাসপাতালের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয় এর পর যোগাযোগ করেন জিইসি মোড়ে মেডিকেল সেন্টারে । আব্দুর রহমানকে ন্যাশনাল থেকে যখন মেডিকেল সেন্টারে নেয়া হয় তখন অক্সিজেন ৬০ এর নিচে নেমে যায়। সেখানে আইসিউ না থাকলেও তাকে কিছুক্ষন অক্সিজেন সাপোর্ট দেয়া হয় এবং চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে মিজানুর রহমানের প্রচেষ্টায় জেনারেল হাসপাতালে একটি আইসিউ বেড ম্যজে করা হয় এবং বিকেল ৪ টার পরে তাকে সেখানে নেয়া হয় ।আব্দুর রব সেখানে আইসিউ বেডে ঘন্টাখানেক মৃত্যুর যুদ্ধ করে পরাজিত হন।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

এই কেটাগরির আরো খবর

করোনাভাইরাস

Home | About US | Privacy Policy | Contact Us | Sitemaps
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি.
কারিগরি সহযোগীতায় : আইটি বিভাগ