1. admin@notundesh24.com : admin : Md.Murad Hossain
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ০৬:২২ পূর্বাহ্ন

ওয়েব সিরিজের নামে তৈরি হচ্ছে পর্ন ছবি…..

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১৭৯ দেখেছে

অনলাইনে প্লটফর্মগুলোয় দিন দিন বেড়েই চলছে । সেন্সর না থাকায় ওয়েব সিরিজ নামে নোংরা সংলাপ,অশ্লিল দৃশ্য,ইদ্ভট গল্প দিন দিন বেড়েই চলছে। আর এই সুজুগে গা ভাসাচ্ছেন আমাদের জনপ্রিয় কিছু অভিনেতা-অভিনেত্রী। তিনটি ওয়েব সিরিজ সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। ওয়েব সিরিজ তিনটি হলো -বুমেরাং, আগষ্ট ১৪, সদর ঘাটের টাইগার। এতে অভিনয় করেছেন আজাদ আকুল কালাম,মৌটুশী বিশ্বাস,হিল্লোল,ইমি,অর্ষা,তাসনুভা তিশা, ফারহানা হামিদ, সহ আর ও অনেকে। গত ২৭ মে অনলাইনে মুক্তি পায় ক্রাইম থ্রিলার আগষ্ট ১৪। গল্পে থেকে রেবাজা যায় পুলিম কর্মকর্তার বখে যাওয় মেয়ে ঐশির গল্প থেকে নেওয়া। যে মেয়েটি ২০১৩ সালে নির্মম ভাবে তার মা বাবাকে খুন করেছিল। এই গল্পে তাশনুভা তিশা অভিনয় করেছেন । ঐশির চরিত্রে। সেখানে দেখানো হয় বন্ধুদের সাথে শারিরিক মেলামেশা, বাসায় বসে নীল ছবি দেখা সহ আরও অনেক দৃশ্য। তাশনুভা তিশা ওয়েব সিরিজে যেভাবে অভিনয় করেছে তাকে আগে কখোন এমন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় নি।

বুমেরাং ছবিটি মুক্তি পেয়েছেে ঈদে ,সিরিজের শুতেই চমকে যাবে দর্শকরা। বাংলাদেশি অভিনয় শিল্পিরা এর আগে কখোন এতো নিভিড় ভাবে বিছানার দৃশ্যে অভিনয় করেন নি, বা করতে দেখা যায় নি। এ সিরিজে বেশ কয়েকটি যৌন দৃশ্য ও চুমুর দৃশ্য রয়েছে। সোশ্যাল মিড়িয়ায় সেই দৃশ্য গুলো ভাইরাল হয়েছে।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

এই কেটাগরির আরো খবর

করোনাভাইরাস

Home | About US | Privacy Policy | Contact Us | Sitemaps
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি.
কারিগরি সহযোগীতায় : আইটি বিভাগ